ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ দোয়া,আলোচনা সভা,অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।
আজ রবিবার বার সকাল ৯ঘটিকায় উপজেলার ভবেরচরস্থ হাই-ওয়ে রেস্টুরেন্টে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃমহসিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাঃস ম্পাদক, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আমিরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি,গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া,জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নাজমুল হোসেন,গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃদাইয়ুম খাঁন,বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃহাবিবুর রহমান,হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু,সাঃসম্পাদক মোঃসাহাব উদ্দিন,ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাঃসম্পাদক মুক্তার হোসেন,উপজেলা আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন মিন্টু,উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার, আজিজুল হক পার্থ,কাউসার আলম খাঁন,নিজাম দেওয়ান, মহাসিন আহমেদ,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশ্ররাফুল ইসলাম জয়,উপজেলা ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠন সমূহ।
Leave a Reply