সোনাই ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫০০ লিটার ভেজাল ঘি ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাটহাজারী পৌরসদরের এগারো মাইল এলাকায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
রুহুল আমিন বলেন, কারখানায় পামওয়েল, রঙ, সুজি এবং বিভিন্ন ধরনের গাম দিয়ে ভেজাল ঘি তৈরি করা হতো। এরপর সেগুলো বাঘাবাড়ী স্পেশাল খাঁটি গাওয়া ঘি, গোল্ডেন এসপি, গোল্ডেন পিএম, গোল্ডেন স্পেশাল, আর এস রাজেশ ঘোষ সুপার বাঘাবাড়ী- এসব নাম ব্যবহার করে বাজারজাত করা হয়। হাটহাজারী পৌরসদরের কয়েকটি দোকানে বিক্রির জন্য রাখা এসব ঘি পাওয়া গেছে।
অভিযানে কারখানার মালিককে না পেয়ে ১৫০০ লিটার ভেজাল ঘি জব্দ করে ধ্বংস করা হয়েছে, জানান তিনি। এ সময় হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নিয়াজ মোর্শেদ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply