বার্তাসেবা ডেস্ক: করোনা মহামারির শুরু হয়েছিল চীনের হুবেই প্রদেশের উহান থেকে। এই মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাও এটি। তবে এই মহামারির প্রকোপ বর্তমানে শেষ হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে সেখানকার সব স্কুল খুলে দেওয়া হবে। গত শুক্রবার স্থানীয় সরকারসংশ্লিষ্ট কর্তৃপক্ষও জানিয়েছে, সেখানে প্রায় তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। এদিকে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যেই খুলে গেছে। সোমবার খুলে দেওয়া হয়েছে উহান ইউনিভার্সিটি। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকির মাত্রা পরিবর্তন হলে আবারও অনলাইন ক্লাস শুরু হবে।
Leave a Reply