[english_date]।[bangla_date]।[bangla_day]

কলকাতা পৌরসভার তৃনমূল দলের প্রার্থী মমতার ভ্রাতৃবধূ কাজরী ব্যানার্জী র স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায়, ৪,কোটি, টাকা।

নিজস্ব প্রতিবেদকঃ

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।

শুনলে চমকে উঠবেন, হ্যাঁ ঘটনাটি সত্য আসন্ন কলকাতা পৌরসভার নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের, ৭৩,নম্বার, ওয়াড থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী ব্যানার্জী। তিনি তার নির্বাচন কমিশনের কাছে হলফনামায় জানিয়েছেন যে তার স্হাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় চার কোটি টাকার কাছাকাছি। যার মধ্যে তিনি কলকাতা ও বোলপুর এবং ওড়িশার কাছে জমি কেনা আছে মোট, ৯,টি, যায়গায়। তিনি তার হলফনামায় জানিয়েছেন যে তার স্বাবর ও অস্থাবর সম্পত্তির সব মিলিয়ে প্রায়, ৩,কোটি, ৮৩,লক্ষ, ৮২,হাজার, ৯৯৯,টাকা। এবং তার স্বামী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তার স্বাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায়, ৯৮,লক্ষ, ২৪,হাজার, টাকা দেখিয়েছেন। তবে এত টাকার সম্পত্তির মালিক হলেন কি ভাবে। পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা ও কর্মীদের মুখে শুনতে পাওয়া যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সারা ভারতের বিভিন্ন যায়গায় দুর্নীতি বিরোধী আন্দোলন করছেন এবং ভারতের কেন্দ্রীয় সরাস্ট্র মন্ত্রী ও বিজেপি নেতা শ্রী অমিত শাহের পুত্র র সম্পত্তি নিয়ে হিসাব চাইছেন তখন নিজের ভ্রাতৃবধূ কাজরী ব্যানার্জীর সম্পত্তির উৎস নিয়ে কেন মুখ খুলছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের এক চিমটি যায়গায় বসবাস করে আসছেন তার পরিবারের লোকজন। তাহলে কিসের ভিত্তিতে এত তাড়াতাড়ি সম্ভব এত সম্পত্তির মালিক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট সঙ্গী কাজরী ব্যানার্জী। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের বিশাল সম্পত্তি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন জেগেছে। বিরোধী দলের নেতা ও কর্মীদের বলতে শোনা যায়, যে মমতার পায়ে হাওয়াই চটি, দাদা ও দিদিরা সব কোটি পতি। তবে কতটা সত্য তা প্রমাণ পাওয়া গেছে, ৭৩,নম্বর, পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজরী ব্যানার্জী র হলফনামায়।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *