[english_date]।[bangla_date]।[bangla_day]

সাপাহা‌রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর এর কনিষ্ঠ পুত্র শেখ রা‌সেলের ৫৮তম জন্মদিন পালন।

নিজস্ব প্রতিবেদকঃ

নাজমুল হক সনি।

“‌শেখ রা‌সেল দীপ্ত জ‌য়োল্লাস অদম‌্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নওগাঁর সাপাহা‌রে বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ক‌নিষ্ঠ পুত্র শেখ রা‌সে‌লের ৫৮ তম জন্ম‌দিন পালন করা হয়েছে ।

 

সোমবার সকাল ৯ টার সময় উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে শেখ রা‌সেলের ৫৮ তম জন্ম‌দিন উপল‌ক্ষে শেখ রা‌সে‌লের প্রতিকৃ‌তি‌তে পুস্পমাল‌্য অর্পন করা হয়। পরে ‌ আলোচনা সভা ও শেখ রা‌সেল সহ বঙ্গবন্ধু প‌রিবা‌রের শহীদ‌দের মাগ‌ফেরাত কামনায় দোয়া ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামু‌নের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অ‌তিথী হি‌সেবে উপ‌স্হিত ছি‌লেন গনপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় খাদ‌্যমন্ত্রী বীর মু‌ক্তি‌যোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি ।

 

এসময় কৃ‌ষি সম্প্রসারণ অ‌ফিসার ম‌নিরুজ্জামান টকির সঞ্চালনায় বি‌শেষ অ‌তিথী হি‌সেবে উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান আলহাজ্ব শাহ্জাহান হো‌সেন মন্ডল, অফিসার্স ইনচার্জ ওসি তা‌রেকুর রহমান সরকার,উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষিবিদ মু‌জিবুর রহমান, উপ‌জেলা মৎস অ‌ফিসার রো‌জিনা পার‌ভিন, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: অ‌শিষ দেবনাথ, সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার ওমর আলী, সাপাহার উপজেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু সহ উপ‌জেলার সকল দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থী উপ‌স্থিত ছি‌লেন।

 

আ‌লোচনা শে‌ষে কুইজ প্রতি‌যোগী‌ শিক্ষার্থী‌দের মা‌ঝে পুরস্কার বিতরন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *