নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঈদেমিলাদ্দুন্নবী সুষ্ঠু ভাবে পালনের লক্ষ্যে ঈমাম মোয়াজ্জিন ও জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম, মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম সহ ঈমাম, মোয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply