নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের বতর্মান মেম্বার তাজুল ইসলাম তাজু ফুটবল প্রতীক নিয়ে ১৩০৭ ভোটে পেয়ে দ্বিতীয় বারের মত বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুর রশিদ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯৭ ভোট। এতে প্রাপ্ত ভোটের ব্যবধান হয়েছে ৪১০ ভোট।
এত বড় ব্যবধানে বিজয় লাভের অন্যতম কারণ হিসেবে জানাগেছে, বিগত সময়ে তিনি অত্র ওয়ার্ডে বিভিন্ন ধরনের উন্নয়ন সহ সকল প্রকার ভাতাভোগীদের বিনামুল্যে সেবা দিয়েছেন নিরলসভাবে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে অত্র ওয়ার্ডের সর্বস্তরের ভোটারবৃন্দ আবারও তাজুল ইসলাম তাজু কে এত বড় ব্যবধানে জয়ী করেছেন।
এ বিজয়ে প্রার্থী তাজু বলেন; আমার বিজয় মানে এ ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের বিজয়। বিগত সময়ে আমি মেম্বার ছিলাম। তার ফলশ্রুতিতেই আবারও এত বড় ব্যবধানে ওয়ার্ডবাসী আমাকে বিজয়ী করায় তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
Leave a Reply