[english_date]।[bangla_date]।[bangla_day]

লালমনিরহাটে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২১।

নিজস্ব প্রতিবেদকঃ

 

মোঃ মাসুদ রানা রাশেদ:

 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২১ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ইউনুস হোসেন। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা। আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেনিন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় পঞ্চগড় ডিএফএ ৪-৩ গোলে লালমনিরহাট ডিএফএকে পরাজিত করে বিজয়ী হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *