[english_date]।[bangla_date]।[bangla_day]

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :

নিজস্ব প্রতিবেদকঃ

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

 

রংপুর মেট্রোপলিটন পুলিশের অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ অক্টোবর) আরপিএমপির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এসময় সেপ্টেম্বর মাসে রংপুর মহানগরী এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং এ সংক্রান্তে রংপুর মেট্রোপলিটন পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনাপূর্বক অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও রংপুর মাহনগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে আরপিএমপির বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ পুরষ্কার প্রদান করেন।

সেপ্টেম্বর/২১ মাসে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ-

আরপিএমপির ক্রাইম বিভাগের মধ্যে, শ্রেষ্ঠ এসআই (নিঃ) মোঃ জিল্লুর রহমান, হারাগাছ থানা। শ্রেষ্ঠ এএসআই (নিঃ)/ মোঃ শাহজাহান কোতয়ালী থানা। আরপিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে,শ্রেষ্ঠ (নিঃ) আই.এইচ. লাকু সরকার। আরপিএমপি ট্রাফিক বিভাগের মধ্যে, শ্রেষ্ঠ সার্জেন্ট বায়েজীদ বোস্তামী, ট্রাফিক দক্ষিণ।

সভায় আরোও উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ কমিশনার মোঃ মেহেদুল করিম, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন), উপ-পুলিশ কমিশনার (নগর বিষেশ শাখা), উপ-পুলিশ কমিশনার (অপরাধ), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনর্চাজগণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *