[english_date]।[bangla_date]।[bangla_day]

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতকালীন উপকরণ বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

 

শামীম তালুকদার ।

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্হার উদ্যোগে সোমবার ৭ ডিসেম্বর, ২০২১ খ্রি: বেলা ১২টায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতকালীন উপকরণ বিতরণ করা হয়েছে।

 

মধুপুর উপজেলার টেলকী এলাকায় অরন খলা ওয়ার্ডের নওমুসলিম, খ্রিস্টান, হিন্দুদের মধ্যে শতাধিক হতদরিদ্র পরিবারে মাঝে শীতকালীন উপকরণ লেপ, কম্বল, শীত বস্ত্র, সোয়েটোর, মানকী ক্যাপ, তসবীহ, সেন্ডেল, মাফলার ইত্যাদি, সাংবাদিক আজহারুল আলমের স্ত্রী সিনিয়র স্টাফ নার্স দেলোয়ারা বেগম, ঠঁাই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সহায়তায় বিতরণ করা হয়।

এ সময় বিভাগীয় সাংবাদিক সংস্থার সভাপতি এশিয়ান টিভি জেলা প্রতিনিধি এম হোসেন বিনয়, সিনিয়র সহ সভাপতি ও বিএমএসএফ ময়মনসিংহ জেলার সভাপতি শিবলী সাদিক খান, ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার আসাদুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক আজহারুল আলম, নবজাগরণ টিভি সোহানুর রহমান সোহান, ঠাই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক মো মসিবুল ইসলাম রাজিব, সোহেল আরমান স্হানীয় ৯নং অরন খলা ওয়ার্ডের মেম্বার হাসমত আলী আ ছাওার প্রমুখ উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *