নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক ও চেয়ারম্যান পদ প্রত্যাশী জনবান্ধব নেতা শরিফুল ইসলাম পূজামন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ করেছেন৷ বুধবার বিকেলে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে উপজেলা কুসুম্বা ইউনিয়ন এর সকল পূজামন্ডপ পরিদর্শন করেন এই নেতা ৷ এ সময় প্রত্যেক পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় শেষে মন্দির কমিটির হাতে নগদ অর্থ তুলে দেন তিনি৷
প্রত্যেক মন্দিরে গিয়ে সনাতন ধর্মালম্বীদের সুখ শান্তি কামনা করে শরিফুল ইসলাম বলেন, “ধর্ম যার যার উৎসব সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ সদস্য মুহা.ইমাজ উদ্দিন প্রামাণিকের জন্য দোয়া চেয়ে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ভোট প্রার্থনা করেন৷ সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের পরামর্শ প্রদান করেন তিনি৷
Leave a Reply