[english_date]।[bangla_date]।[bangla_day]

মতলবের নারায়ণপুর ইউনিয়নে মা ইলিশ রক্ষা কর্মসূচীর আওতায় চাল বিতরণ ।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে জেলেদের মাঝে মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল মোস্তফা তালুকদার উপস্থিত থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। নারায়ণপুর ইউনিয়ন পরিষদে পূর্বেই নিবন্ধিত জেলের সংখ্যা ছিল ৬শ’ ১৬ জন।

 

যাচাই-বাছাই করে ও হালনাগাদ শেষে বর্তমান জেলের সংখ্যা ৫শ’ ৮৮ জন। নারায়ণপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে সকাল থেকে দুপুর পর্যন্ত ৫শ’ ৮৮ জন নিবন্ধিত জেলের মাঝে ২০ কেজি পরিমাণ চাল বিতরণ করা হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ইলিশের জন্য সারা পৃথিবীতে চাঁদপুরের পরিচয় রয়েছে। ইলিশ রপ্তানী করে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছে। তবে যেহেতু ইলিশের বাড়ী চাঁদপুর সেহেতু এই ইলিশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। জেলেদের সুবিধার জন্য তিনি চাল, ছাগল, সেলাই মেশিন, সুতার জালসহ বিভিন্ন উপকরন দিচ্ছেন।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব দুখীর নেতা বলেই তিনি জেলেদের জন্য এতো সুযোগ সুবিধি দিচ্ছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান, ইউ’পি সদস্য মোঃ সাইজ উদ্দীন ঢালী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুস সাওার, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি নারায়ণ চন্দ্র মজুমদার ও মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

 

উল্লখ্য, জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত সরকার অভয়াশ্রম ঘোষণা করেছেন। এ সময় ইলিশ মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। ইলিশ না ধরার জন্যে সরকার নিবন্ধিত জেলেদের এ খাদ্য সহায়তা দিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *