[english_date]।[bangla_date]।[bangla_day]

বঙ্গবন্ধুর জন্ম না হলে অসামপ্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব হতো না– পলক 

নিজস্ব প্রতিবেদকঃ

শহিদুল ইসলাম সুইট , সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়া সম্ভব হতো না।

নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন ও নাটোর জেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা হলরুমে শারদীয় র্দূগা পুজা মন্ডবে ডিও বিতরণ,ভারত সরকারের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আধুনিক এম্বুলেন্স হস্তান্তার ও প্রতিমন্ত্রীর ব্যক্তি উদ্যোগে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট। ১৯৭১ সালে ভারতের অবদান অপরিসীম। মুক্তযুদ্ধের সময় বাংলাদেশের ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছে,আহার দিয়েছে। অস্ত্র,বস্ত্র দিয়ে আমাদের সহযোগিতা করছেনে সে দেশের সরকার ও জনগণ। সেই ভারতকে নিয়েই এদেশের স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। প্রতিমন্ত্রী পলক বলেন, সেই ১৯৭১ সাল থেকে আজকের ২০২১ সাল পর্যন্ত এখনও ভারত সরকার আমাদের পাশে থেকে বন্ধুর মত সহযোগিতা করে যচ্ছেন। মহামারী করোনা কালীন সময়েও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে আমাদের পাশে দাড়িয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অনুষ্ঠানের সম্মানিত অতিথি রাজশাহীর ভারতীয় হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, নাটোর পৌরসভার মেয়র ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর জেলা হিন্দু ,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা প্রমুখ।

অনুষ্ঠানে শারদীয় র্দুগা পূজা উদযাপন উপলক্ষে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ১০১টি পুজা মন্ডবে ডিও বিতরণ,প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সহ ভারত সরকারের পক্ষ থেকে প্রায় দেড় কোটি টাকা মুল্যের একটি আধুনিক এম্বুলেন্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকুলে হস্তারন্তর করেন রাজশাহীর ভারতীয় হাই কমিশনার সজীব কুমার ভাটী।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খপেন্দ্রনাথ রায়, নাটোর জেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের উপদেষ্ঠা শ্রী বিশ্বনাথ কাশিনাথ দাস, হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সিংড়া উপজেলা শাখার সভাপতি শীতল কুমার সরকার, সাধারণ সম্পাদক মানসী ভট্টাচার্য , উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল বিহারী দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *