নিজস্ব প্রতিবেদকঃ

ইউসুফ মুন্সী,স্টাফ রিপোর্টারঃ
ফেনীতে ‘সংবিধান সংরক্ষণ’ দিবস পালন করেছে জেলা জাতীয় পার্টি। গতকাল সোমবার (৬ডিসেম্বর) বিকেলে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ।
জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান বাবুল, আবদুল ওয়াদুদ, সোনাগাজী উপজেলা সভাপতি হাজী আবু সুফিয়ান, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ফেনী পৌর আহবায়ক নুর আলম আলম বাঁশি, জেলা জাতীয় পার্টির সদস্য শহিদুল ইসলাম শহীদ, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গনি পলাশ, জেলা মহিলা পার্টির আহবায়ক ফারহানা আইরিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক নুর নবী খোন্দকার, ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক রায়হান পাটোয়ারী, দাগনভূঞা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম সোহেল, পৌর জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম ক্লাইভ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক শাহআলম প্রমুখ।
জেলা জাতীয় পার্টির আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ তার বক্তব্যে বলেন, “১৯৯০ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে গণতন্ত্রের যাত্রাপথ উন্মোচন করেন। জাতীয় পার্টি তাই দিনটিকে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে আসছে। তিনি বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই এই দুই দলের ওপর বিরক্ত দেশের মানুষ। আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না। আর বিএনপির ওপরও আস্থা নেই। কিন্তু জাতীয় পার্টির ওপর থেকে আস্থা হারায়নি সাধারণ মানুষ। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন গ্রহণ যোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।
Leave a Reply