নিজস্ব প্রতিবেদকঃ

মো আজিজুল পটুয়াখালী জেলা প্রতিনিধি ।
পটুয়াখালীর গলাচিপায় রামনাবাধ নদীর পাড়ের চর থেকে ওড়নায় মোড়ানো অজ্ঞাত নবজাতেকর মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে দশটায় পৌর শহরের খেঁয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে সদ্য ভূমিষ্ট হওয়া মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল
সাড়ে ৯টার দিকে লাল কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় খেয়া পারাপারকারী যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা রাতের কোন এক সময় ওই নবজাতককে রামনাবাধ নদীতে ফেলে দেয়া হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply