[english_date]।[bangla_date]।[bangla_day]

নৌকা প্রার্থী হাজার সর্মথনে ঢল আদোমং মারমা শেষ সো ডাউন ।

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

চাইথোয়াইমং মারমা (রাজস্থলী) রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা আসন্ন ইউপি নির্বাচনের ২৮ নভেম্বর ৩য় ধাপে অনুষ্ঠিত হবে। ৩নং বাঙালহালিয়া ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী ৩ জন প্রতিদ্বন্ধি তার মধ্যে ইসলামের আন্দোলনের চেয়ারম্যান পদ প্রার্থী হাত পাখা মোঃ আবদুল রশিদ আকন, নৌকা বিদ্রোহী প্রার্থী আনারস মার্কা ঞোমং মারমা ও নৌকা মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী আদোমং মারমা যার যার অবস্থান থেকে সাধারণ জনগন নিয়ে দল বল নিয়ে শেষ মুহুর্তে দিনে নারী ও পুরুষ কে নিয়ে সো ডাউন প্রদক্ষিণ করা হয়েছে। এখানে কিন্তু হাত পাখা চেয়ারম্যান পদ প্রার্থী আবদুল রশিদ আকন কে সো ডাউন করতে দেখা যায়নি। শুধু ২ জন প্রার্থীকে এলাকাতে বাজারসহ মূল সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়। ২৬ তারিখ বিকাল ৩ঃ৩০ মিনিটে নৌকা সমর্থক এলাকার হাজার জনসাধারণ ও নেতাকর্মীরা মাঠে জড়ো হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও বাঙালি সবাই একত্রিত নৌকা মার্কাকে ভালোবেসে স্বর্ত্তস্ফুট হয়ে সো ডাউনে অংশগ্রহণ করে। ৩ জন চেয়ারম্যান পদ প্রার্থী মধ্যে নৌকা পদ প্রার্থী জনগনের জনপ্রিয়তা শীর্ষ স্থানের আদোমং মারমা এগিয়ে আছে দেখা যায়। সুন্দর আনন্দ মুখরিত পরিবেশের শেষ ক্যাম্পিং ও সো ডাউন পথ সভা শেষ করা হয়েছে। সো ডাউনে সঞ্চালনের মোঃ মাসুম তালুকদার। বক্তব্য রাখেন, পুলুক চৌধুরী, পুলুক বড়ুয়াসহ নৌকা চেয়ারম্যান পদ প্রার্থী আদোমং মারমা বলেন,আমাকে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখহাসিনা ও জননেতা দীপংকর তালুকদার এমপি নৌকা প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। তাই আমি এলাকার জনগণের সেবক হতে চাই, আমাকে ২৮ তারিখ নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমাকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে একযোগে নৌকা মার্কা কে ভোট দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখহাসিনা ও জননেতা দীপংকর তালুকদার এমপি হাতকে শক্তিশালী গড়ে তোলুন। আমি কর্তৃপক্ষ প্রশাসনকে বিনীত ভাবে অনুরোধ করছি সুষ্ঠু নিরপেক্ষ শান্তি শৃঙ্খলা পরিবেশ বজায় রেখে সকলে নিজের অধিকার মূল্য বান ভোট দিতে পারি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *