নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা,চুকনগর প্রতিনিধি ।
খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বিকালে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল ওয়াদুদ। প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ। উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় বক্তব্যদেন থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক নির্মল চন্দ্র বৈরাগী, পল্লী বিদ্যুতের ডিজিএম আবদুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাব হোসেন প্রমুখ। সভাশেষে শারদীয় দুর্গাপূজায় ২০৪ টি মন্দিরের প্রত্যেকটিতে ২০ হাজার ১’শ টাকা সরকারি জিআর ৫০০ কেজি চালের দাম ১৭ হাজার টাকা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ২৬’শ টাকা ও পুজা পরিষদের ৫’শ টাকা।
প্রতি মন্দিরের সভাপতি, সম্পাদকের হাতে তুলে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নারায়ণ চন্দ্র চন্দ বলেন, দুর্গা পূজা চলাকালীন মন্দির এলাকায় কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোন ধরণের উত্তেজনা মুলক গান, বাজনা না বাজানো, বিসর্জনের দিন কোন ধরণের নেশাগ্রস্ত না হওয়া, আযানের সময় গান-বাজনা বন্ধ রাখাসহ ধর্মের ভাবগাম্ভীর্য যাতে বিনষ্ট না হয় তা থেকে বিরত থাকতে হবে।
Leave a Reply