[english_date]।[bangla_date]।[bangla_day]

কুলাউড়া থানার একটি সফল অভিযান ও ক্লুলেস হত্যা মামলার আসামী আয়েন বাউরী গ্রেফতার ।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

গত ১১-১০-২০২১ খ্রিঃ রাত ১১.৩০ ঘটিকার সময় কুলাউড়া থানাধীন ১৩নং কর্মধা ইউপির অন্তর্গত রাঙ্গিছড়া চা বাগানের ১নং সেকশনের ভিতর পূর্ব দিকের রাস্তায় মাদ্রাসা ছাত্র ভিকটিম মোঃ তুহিন আহমদ (১৮), পিতা-মোঃ সজ্জাদ আলী, সাং-পূর্ব বাবনিয়া, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার এর লাশ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। কে বা কাহারা ভিকটিম তুহিন আহমদকে নৃশংস ভাবে খুন করে। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের পিতা সাজ্জাদ আলী বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কুলাউড়া থানা পুলিশ খুনের মূল রহস্য উদঘাটন এবং আসামী গ্রেফতারে তৎপর হয় । মৌলভীবাজার জেলার সুযোগ্য অভিবাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল, জনাব সাদেক কাউসার দস্তগীর মহোদয় এর দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীকে সনাক্ত পূর্বক অবস্থান নির্ণয় করে বিভিন্ন জায়গায় অভিযান শুরু হয়। গত ১৯/১০/২০২১ খ্রিঃ তারিখ কমলগঞ্জ থানাধীন ডবলছড়া চা বাগানে অভিযান পরিচালনা করে আসামী আয়েন বাউরীকে গ্রেফতার করেন। উক্ত আসামীকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করিয়া জনায় গত ১১-১০-২০২১ খ্রিঃ রাত ০৯.০০ ঘটিকার সময় রাঙ্গিছড়া চা বাগানস্থ ১নং সেকশনের ভিতর পূর্ব দিকের রাস্তায় ধারালো দা নিয়া অবস্থান করে। ঐ সময় ভিকটিম মোঃ তুহিন আহমদ রাঙ্গিছড়া বাজার হইতে বাড়ীতে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছা মাত্রই আসামী আয়েন বাউরী ধারালো দা দিয়ে ভিকটিম মোঃ তুহিন আহমদ এর ঘাড়ের পিছন দিকে আঘাত করিলে ঘটনাস্থলে ভিকটিম মোঃ তুহিন আহমদ মৃত্যু বরণ করে। আসামী আয়েন বাউরী ভিকটিমকে খুন করে ভিকটিমের সাথে থাকা মানি ব্যাগ ও মোবাইল ফোন নিয়া যায়। খুনের ঘটনায় ব্যবহৃত দা ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইলে সে দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। উক্ত চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে আসামীকে গ্রেফতার করায় ভিকটিমের পরিবারের লোকজন সন্তুষ্ট হয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *