[english_date]।[bangla_date]।[bangla_day]

কালীগঞ্জে ইজিবাইক এর চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাই!!! 

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মুক্তাদির হোসেন।কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি।

 

গাজীপুরের কালীগঞ্জে (পূর্বাচল উপ-শহরের ২৬ নাম্বার সেক্টর) এলাকা থেকে ইজিবাইক চালকের গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যাশ দূর্বৃত্তরা। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

 

 

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে সাড়ে ১২টার দিকে পূর্বাচল উপ-শহরের ২৬ নাম্বার সেক্টরে নির্মাণাধীন ২০২ নাম্বার সড়কের ৫৮নং ব্রিজ এলাকার ওয়েষ্টার্ণ ইঞ্জিনিয়ারিং লিঃমি সংলগ্ন রাস্তায়।

 

 

নিহত ওই ইজিবাইক চালকের বাড়ি নেত্রকোনা জেলার শ্রীবদী উপজেলার নয়ালী গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম(৩০)।

পরে রাস্তায় গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন উলুখোলা পুলিশ ফাড়িঁতে খবর দেন। খবর পেয়ে ফাড়িঁর ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন থানাকে অবগত করেন। পরে থানার অফিসার ইনর্চাজ মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

 

ওসি আনিসুর রহমান জানান, নিহতের প্রাথমিক সুরত হাল রির্পোট তৈরির করে। শনিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সড়কের দুই পাশে জঙ্গল থাকায় জনমানবহীন ওই এলাকায় যুবককে নিয়ে গলা কেটে হত্যার পর লাশ ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।”

 

 

উলুখোলা ফাড়িঁর ইনর্চাজ এসআই জাকির হোসেন আরো জানান, নিহতের পড়নে সাদা লুঙ্গি ও লাল খয়েরি রঙের ফুলহাতার চেক শার্ট রয়েছে।

উল্লেখ্য এর আগে ২০২০ সালের ২৯ ডিসেম্বর দুপুরে পূর্বাচল উপ-শহরের ২৪ নং সেক্টরের একটি গজারী বন থেকে মুজিবুর রহমান (৫০) নামে এক জমি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছিল কালীগঞ্জ থানা পুলিশ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *