[english_date]।[bangla_date]।[bangla_day]

আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবরে শ্রদ্ধা জানিয়েছেন মনোনীত নৌকা প্রার্থী আফতাব ।

নিজস্ব প্রতিবেদকঃ

শেখ আবদুল্লাহ

আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি।

 

আগামী (৫ জানুয়ারি) অনুষ্ঠিত হতে চলা পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ৮ চাতরী ইউনিয়নে নৌকা প্রতীক পাওয়া আফতাব উদ্দিন চৌধুরী সোহেল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন চাতরী ইউনিয়নবাসী।

 

এর পরে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।

 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে বরণ করে আনেন এলাকাবাসী।।

 

সকাল ১১ টায় আনোয়ারা উপজেলার হাইলধরে বাবুর কবর জিয়ারত করে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনা করেন। এসময় চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *