[english_date]।[bangla_date]।[bangla_day]

আইসিটি মামলায় জামিন পেলেন সাংবাদিক লিটু।

নিজস্ব প্রতিবেদকঃ

মো: সাইফুল আলম বাবু ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মো: আব্দুল লতিফ লিটুকে জামিন দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন ঠাকুরগাঁও সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে নিত্যানন্দ। আব্দুল লতিফ লিটু দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি চ্যানেল নিউজ টুয়েন্টিফোন টেলিভিশন ঠাকুরগাঁও প্রতিনিধি।

সাংবাদিক লিটুর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ ইমরান হোসেন চৌধুরী জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, গত ৬ ও ৭ জুলাই দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন সংবাদমাধ‌্যমে ‘ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ টাকার খাবার দেওয়া হয় এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে ওই হাসপাতালের পরিচালক ডা. নাদিরুল আজিজ (চপল) সদর থানায় আব্দুল লতিফ লিটুসহ স্থানীয় তিন সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *