স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:
সবাই প্রতিশ্রুতি দেয় কিন্তু কেউ সংস্কার করে না। কাঁচা রাস্তা দিয়ে যাতায়াতের একেবারে অনুপযোগী, প্রতিনিয়তই মানুষের হচ্ছে দূর্ভোগ। মেম্বার, চেয়ারম্যান এমনকি স্থানীয় সংসদ সদস্য এই কাচাঁ রাস্তাটি সংস্কার করে পাকা করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এই রাস্তাটি পাকা তো ধুরের কথা এক মুঠো মাটিও ফেলা হয়নি বলে জানান স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রাম নিখাই এলাকার (বিনিময় মোড় থেকে খোকা মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাচাঁ রাস্তা) সামন্য বৃষ্টির পানিতে এক হাটু পরিমাণ কাদাঁ হওয়ায় প্রায় ৩-৪ হাজার মানুষের যাতায়াতের চরম দূর্ভোগ সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। রাস্তাটি এলাকার সর্বস্তরের জনগণের জন্য অতি গুরুত্বপূর্ন হওয়ায় দ্রুত পাঁকা করণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সকল এলাকাবাসি।
নিখাঁই গ্রামের দুলাল মিয়া বলেন, কয়েক হাজার মানুষের যাতায়াতের একটি মাত্র রাস্তা এটি। বর্ষার দিনে এই রাস্তা দিয়ে একেবারেই চলা করা যায় না। অনেক সময় মাটি পিচলে বয়স্ক মানুষ পড়ে গুরুত্বর আহত হয়। মটর সাইকেল, ভ্যান গাড়ি, সাইকেল কাদাঁ মধ্যে ডেবে গিয়ে উল্টে যায়। এসব দেখার যেন কেউ নেই। গত ২ বছর আগে এই রাস্তার পাশে বিল খননের সময় তথ্য প্রতিমন্ত্রী ড়াঃ মুরাদ হাসান এমপি এসে এই রাস্তা পর্যবেক্ষণ করে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন পাকা রাস্তা করে দেওয়া হবে। কিন্তু এখনও কিছুই হলো না। স্থানীয় দোকানদার ফারুক মন্ডল বলেন, কি আর বলবো আমরা স্থানীয়রা চাঁদা তুলে এই রাস্তার কিছু কিছু জায়গাতে মাটি দিয়েছি। এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান মেম্বার কোন খবর নেয় না। আমরা স্থানীয়রা এই কাঁচা রাস্তাটি পাকা করার দাবি জানাচ্ছি সরকারের কাছে।
ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি স্বপন বলেন, দিনের বেলায় কোন রকম করে জুতা হাতে নিয়ে কাঁদা পার হওয়া যায়। কিন্তু রাতের বেলায় আর যাওয়া যায় না। আমরা এলাকাবাসী এই রাস্তা দ্রুত পাকা করনের দাবি জানাই।স্থানীয় আ.লীগ নেতা রাঙ্গা মিয়া বলেন, এলাকাবাসী এই রাস্তাটি পাকা করণের জন্য উপজেলা ইউএনও মহোদয় বরাবর আবেদন করেছেন। তবুও এই রাস্তা হচ্ছে না।
এ বিষয়ে ইউপি সদস্য সরাফত আলী জানান, রাস্তায় মাটি দেওয়ার জন্য আশপাশে থেকে কোন মাটি পাওয়া যায় না। এজন্যই রাস্তায় মাটি দেওয়া সম্ভব হয় না। তবে চেয়ারম্যানের সাথে কথা বলে খুব দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন রতনের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিখাঁই এলাকার রাস্তাটি দিয়ে অনেক ধরনের মাটি কাটার গাড়ি চলে। এজন্যই রাস্তাটির বেহাল দশা। তবে এলাকাবাসীর চলাচলের উপযুক্ত করার জন্য আগামী ১মাসের মধ্যে ব্যবস্থা করে দেওয়া হবে।
Leave a Reply