নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ কে ঘিরে বগুড়ার শাজাহানপুর উপজেলা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। মনোনয়ন ফরম উত্তোলনের প্রথম দিনেই আজ বৃহস্পতিবার বাপ-বেটা সহ ভোট যুদ্ধে নাম লিখিয়েছেন ২শ’ জন প্রার্থী। ইউপি নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই নির্বাচন কমিশন থেকে এ উপজেলায় ৪ জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। মনোনয়ন ফরম উত্তোলন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার উপজেলার ৯টি ইউনিয়ন থেকে সমর্থক ও প্রস্তাবক সহ প্রার্থীরা উপজেলা পরিষদ চত্বরে আসতে থাকেন। উৎসব মুখর পরিবেশে মনোনয়ন ফরম উত্তোলন করেন প্রার্থীরা। প্রথম দিনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ৫১ জন এবং সাধারণ আসনের সদস্য পদে ১৩২ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে মাঝিড়া ইউনিয়নে ২৯ জন, আড়িয়া ইউনিয়নে ৩৯ জন, গোহাইল ইউনিয়নে ২৬ জন, চুপিনগর ইউনিয়নে ২০ জন, আমরুল ইউনিয়নে ১৯ জন, খরনা ইউনিয়নে ৮ জন, আশেকপুর ইউনিয়নে ১৭ জন, খোট্টাপাড়া ইউনিয়নে ৩৩ জন এবং মাদলা ইউনিয়নে ৯ জন। অপরদিকে খোট্টাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়ন উত্তোলন করেছেন খলিশাকান্দি গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে ৬২ বছর বয়সী বৃদ্ধ জালাল উদ্দিন প্রামাণিক। ওই একই ওয়ার্ডে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জালাল উদ্দিনের ৩৪ বছর বয়সী ছেলে আবু জার রহমান। একই আসন থেকে বাপ-বেটা মনোনয়ন ফরম কেনায় উপজেলা ব্যাপি ভোট যুদ্ধের আলাপ-আলোচনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। এ উপজেলায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর। ভোটের আমেজে উপজেলার সকল গ্রামের হাটে বাজারে চায়ের দোকানে আড্ডায় মেতে উঠেছে উৎসুক জনতার।
Leave a Reply