নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানের আলোকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২১ পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে এই কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে কেক কর্তন, কুবতুর উড্ডয়ন, র্যালী, যুবদের সনদ প্রদান, ক্রেস্ট বিতরণ, গাছের চারা বিতরণ ও আলোচনা সভা করা হয়েছে।
এই যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ভিপি এম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিতে দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাজাহান রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা কৃষি অতি: কর্মকর্তা চমন আরা আফরোজ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা।
Leave a Reply