শহীদুল্লাহ্ আল আজাদ. রূপসা প্রতিনিধিঃ
খুলনা জেলার রূপসা উপজেলা ও সমগ্রদেশ সহ বিশ্ব যখন করোনা মহামারীর তীব্রতা ছড়িয়ে পড়েছে। তার”ই ধারাবাহিকতায় খুলনা জেলার রূপসা উপজেলায় ও দিনদিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। ঠিক সেই সময়ে অক্সিজেনের সংকটে ভুগছে সাধারণ মানুষ। তাদের অক্সিজেন সেবা সর্ম্পূণ ফ্রী দেওয়া ও জরুরী মূহুর্তে রক্ত দান করার লক্ষ্যে গত ০৩ই আগষ্ট মঙ্গলবার রাত ৮ টার সময় রূপসা উপজেলা সদরে অবস্থিত সামাজিক সংগঠন”ব্যাচ ৯৫ “এর অক্সিজেন ব্যাংক ও ব্লাড ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।এ দিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও প্যাথলজীর বিভাগের প্রধান ডাঃ মেঃ আব্দুল মোমেন আহমেদ দিনার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ, অধ্যক্ষ শেখ মারুফ হোসেন, ডাঃতমনাশ বসু, সৈয়দ মাহমুদ আলী, খান হালিম হাসান, কৃষ্ণগোপাল সেন,খান মাসুদ, শেখ খায়রুল হাসান শাওন, মুন্সী শাহ্ মোঃরায়হান হোসেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তিতায় বলেন, মহামারি করোনায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব এবং তিনি বিত্তবানদের অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান। এছাড়াও সম্মানিত অতিথি খান আহমেদুল কবির চাইনিজ বলেন, নিজের সার্মথ্য থাকা স্বত্বেও যারা মানুষের পাশে এগিয়ে আসে না,মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার দরবারে তাদের কৈফিয়ত দিতে হবে। সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শেখ জহিরুল হক শারাদের পরিচালনায় ও বাবু সমর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ মুন্না সরদার, মোঃ ইফতিকার, মোঃ আসাদ পাইক, মোঃ আসাদ বিশ্বাস, মোঃ আরিফুর রহমান টিটো, সৈয়দ শাহিনুর, মোঃ জাহিদ হাসান, ডাঃ বিক্রম নন্দী, বিপ্লব কুমার দাস,পলাশ পাল, মোঃ ওহিদু্জ্জামান চঞ্চল, মোঃ নাহিদ জামান, মোঃ শেখ ফরিদ, শেখ জামাল, উত্তম চৌধুরী, শফিক ঢালী, আবু সুফিয়ান রুবেল,শরিফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply