মো:শাহিন,রূপগঞ্জ প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে গতকাল ৫ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের কাছে অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান। সভায় ভিডিও কনফারেন্সে যোগ দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলম দস্তগীর গাজী বীর প্রতীক।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আতিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মুক্তিযোদ্ধা কমান্ডার আমানউল্লাহ প্রমুখ।
পরে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া ও উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহানের হাতে অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।###
তাং-০৫-০৮-২০২১ ইং
Leave a Reply