স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহৎ যমুনা সার কারখানায় শ্রমিক-কর্মচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে সার কারখানার প্রশাসন ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে কারখানার প্রশাসনিক ভবনের হল মিলনায়তনে ২ হাজার ৩ শত সুরক্ষা সামগ্রী মাস্ক শ্রমিক-কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার।
এসময় তিনি বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের সংক্রমণ শুরু থেকে কারখানার শ্রমিক-কর্মচারীদের সুরক্ষার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। শ্রমিক ও কর্মচারীদের মধ্যে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা মুলক প্রচার ও লিফলেটে বিতরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজা বিতরণসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে। এ ছাড়াও কারখানা এলাকায় পরিবহন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যমুনা সার কারখানার বিভাগীয় প্রধান ইউটি ব্যাগিং এবং ইউরিয়া অশ্বিনী কুমার ঘোষ, ব্যবস্থাপক প্রশাসন মো. দেলোয়ার হোসেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কার্যকরী সভাপতি আনোয়ারুল হক লেবুসহ কারখানার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দরা।
Leave a Reply