মাধবপুর প্রতিনিধি : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে তেলের ভাউচারের নিচে চাপা পড়ে নবী নেওয়াজ (৭০) নামে এক পথচারি নিহত হয়েছে।
নিহত নবী নেওয়াজ ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ফরমরিয়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে সিলেটগামী তেলের ভাউচার (চট্রমেট্রো- ট-৪১০৩৬৪) ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে পথচারি নবী নেওয়াজকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply