মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৭৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর রাতে মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদর রশিদ জানান, একই দিন হরিণ-খোলা সীমান্ত ফাঁড়িঘর নায়েক সুবেদার শাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিজিবির টহল দল দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
Leave a Reply