মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৭৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে তেলিয়াপাড়া চা বাগানের ২০ নং সেকশনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে বিজিবি।
৫৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈন উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন , সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য তেলিয়াপাড়া চা বাগানের ২০ নং সেকশনে অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
Leave a Reply