মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে নার্গিস(২২) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে মাধবপুর থানা পুলিশ উপজেলার কড়রা গ্রামের একটি ভাড়াটিয়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেছেন। সে মাধবপুর উপজেলার মীরনগর গ্রামের ফারুক ইসলাম ওরফে জীবনের প্রথম স্ত্রী ও গোপালপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার মেয়ে।
মৃত নার্গিসের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে নার্গিসকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাগিসের স্বামী ফারুক ও তার সতিন সামসুন্নাহারকে আটক করেছে পুলিশ।
নার্গিসের ভাই জাহাঙ্গীর মিয়া জানান, তার বোনকে হত্যা করা হয়েছে। মাধবপুর থানার এসআই আবুল কাশেম জানান, এটি হত্যা না আত্মহত্যা এ মূহুর্তে বলা যাচেছ না। মৃত্যুর কারন নিশ্চিতের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারন জানা যাবে।
Leave a Reply