মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড থেকে অভিনব কায়দায় পেটে বেঁধে গাঁজা পাচারকালে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই কামাল হোসেন এবং এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
আটককৃতরা হল ঢাকা মিরপুর এলাকার জসিম মিয়ার মেয়ে জোসনা আক্তার(২০) এবং ময়মনসিংহ জেলার মাঝেরছড় গ্রামের রহিছ মিয়ার মেয়ে সুমি আক্তার (১৯)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তসীর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply