মাধবপুর প্রতিনিধি: আজ ২৬ফেব্রুয়ারী বুধবার ভোর সকালে ৬টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেল ষ্টেশনে ট্রাক ও রেলের সংঘর্ষে ট্রাক ড্রাইভার আহত হয়েছে।
ভোরে রেল ষ্টেশনে গেইটম্যান না থাকার কারণে ওই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ভোরে হটাৎ বিকট শব্দে সবাই বের হয়ে দেখি রেল ক্রসিংয়ের উপর একটি ট্রাককে ট্রেনটি ধাক্কা দিয়ে চলে যায়।এতে ট্রাক ড্রাইভার মারাত্মক আহত হয়।
পরে স্থানীয় আইন শৃখ্ঙলা বাহিনী ও রেলকর্তৃপক্ষ এসে ক্রেনে মাধ্যমে ট্রাকটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
উল্লেখ্য,দীর্ঘ দিন ধরে তেলিয়াপাড়া রেল ষ্টেশনের কোন উন্নয়ন হয়নি।এখানে টিকিট মাষ্টার,অফিস রুম কিছুই নেই।একমাত্র গেইটম্যান ছিল।কিন্তু সেও ঠিক ভাবে দায়িত্ম পালন করে না।তার পরবর্তে একজন চা দোকানদারকে গেইটের দায়িত্ব দিয়ে সে অন্যকাজে ব্যস্ত।
এ ব্যাপারে এলাকাবাসী তেলিয়াপাড়া রেল ষ্টেশনকে আধুনিক করার জোর দাবী জানিয়ে আসছে দীর্ঘ দিন ধরে।
Leave a Reply