কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকায় নিন্মচাপের জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে ভারী বৃষ্টি ও কোথাও কোথাও বজ্রপাত বৃষ্টি পাত শুরু হয়েছে। বহু যায়গায় জল জমেছে। কলকাতার পার্কস্ট্রিট ও মানিকতলা ও খিদিরপুর এবং বেহালা পূর্ব ও পশ্চিম এবং ধর্মতলা শিয়ালদহ সহ গড়িয়া সোনারপুর এবং বারুইপুর সহ কলকাতার আশেপাশের এলাকা। তবে কলকাতা পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন যায়গায় পাম্প বসিয়ে জল গঙ্গায় ফেলার চেষ্টা করছে। এবং বন্যা দুর্গত মানুষের জন্য শুকনো খাবার ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে যে জল কলকাতা শহরে জমে আছে তা বের করতে সময় লাগবে বলে জানিয়েছেন কলকাতা পৌরসভার সাবেক চেয়ারম্যান জনাব ফিরাদ ববি হাকিম।।
Leave a Reply