মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ দুই নারী মাদক বহনকারী আটক।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিন্টু লাল দাস, এসআই রবিউল ইসলাম ও মহিলা কনস্টেবল মালিকা খাতুন বেনাপোল পোর্ট থানাধীন পোস্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ খুলনা নাজিরহাট গ্রামের পলাশের স্ত্রী মোছাঃ স্বপ্না খাতুন(৩৬) ও খুলনা বানিয়া খামার শহরের নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার তানিয়া(৩০)কে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুই জন নারী মাদক বহনকারী অভিনব কায়দায় শরীরে রাখা ১কেজি গাঁজা সহ বেনাপোল পোস্ট অফিসের সামনে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে তাদের দুই জনকে আটক করা হয়। আটক দুই নারী মাদক বহনকারীকে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply