ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ ও সিলেট কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি ( জাইকা) অর্থায়নে ডেস্ক ও বেঞ্চ বিতরন করা হয়েছে।
পৌর শহরের রাম সুন্দর সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, সরকারি মডেল প্রথমিক প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ডেস্ক ও বেঞ্চ বিতরণ করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এস এম নুনু মিয়া।
রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা অফিসার ডাক্তার আব্দুর রহমান মুছা, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী অনুরাগী শিবলী খান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আব্দুল মতিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে।
এসময় উপস্হিত ছিলেন পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা যুবলীগের সদস্য সাবেক ছাত্র নেতা কোকন মিয়া, তাজুল ইসলাম, উপজ্লা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, শিক্ষক শিক্ষিকা সহ প্রমুখ।
Leave a Reply