বিনোদন ডেস্ক: অভিনেতা জিতেন্দ্রর পরিবারে সুখের হাওয়া। ছেলে তুষারের সন্তানের জন্ম হওয়ার পর এবার , মেয়ে একতার মাতৃত্ব ঘিরে খুশি ছড়িয়ে পড়েছে কাপুর পরিবারে। বিখ্যাত প্রযোজক একতার কাপুর গত ২৭ জানুয়ারি জন্ম দিয়েছেনব এক সন্তানের।
এক সর্বভারতীয় পত্রিকার খবর অনুযায়ী, একতা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও সন্তান দুজনেই এখন ভালো আছে। সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন একতা। এর আগে , ২০১৭ সালে একতার ভাই তুষার কাপুরও একইভাবে এক পুত্র সন্তানের জন্ম দেন। সেই সময় একতা জানিয়েছিলেন যে তিনি বিয়ে করতে চান না, তবে মাতৃত্ব গ্রহণ করতে অবশ্যই ইচ্ছুক।
২০১৭ সালের এক সাক্ষাত্কারে একতা জানান,’ আমার যে বন্ধুরা বিয়ে করেছিল,তারা এখন বিয়ের বাইরে! চারিদিকে যা ডিভোর্সের চল দেখছি .. আমার মনে হয় আমি অত্যন্ত ধৈর্যশীল।..আমি অবশ্যই সন্তান চাই, তবে বিয়ের ব্যাপারটা বলতে পারব না।’
Leave a Reply