সোনাই ডেক্স:চট্টগ্রামে এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন এক ধর্ষক পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) গভীর রাতে ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোডে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, এ ঘটনায় রাতে একজনকে গ্রেফতার করা হয়। নিহত শাহাবুদ্দিন ও গ্রেফতার শ্যামল দে পেশায় গাড়ি চালক। গত ২৭ জানুয়ারি তারা দু’জন অস্ত্রের ভয় দেখিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ওসি আরও জানান, গতকাল (সোমবার) তারা ওই মেয়েটিকে আবার তুলে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানার পর পুলিশ অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। পরে রাতে চকবাজারের ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে শ্যামলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে শাহাবুদ্দিনকে আটক করতে পুলিশের একটি দল ফিরিঙ্গিবাজারে অভিযানে যায়। এ সময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সেখানে শাহাবুদ্দিনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
অভিযানে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে, জানান ওসি।
Leave a Reply