শাহাজাদা সুমন, পঞ্চগড়ঃ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক করতোয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী।
পঞ্চগড় জেলার ওপর দিয়ে ছোট-বড় ২৭টি নদী প্রবাহিত হয়েছে।
করতোয়া নদী এক সময় উক্তরবঙ্গের সবচেয়ে বড় নদী ছিল। আগে করতোয়া নদীতে প্রচুর প্রবাহ ছিল। চলাচল করত বড় বড় মালবাহী নৌকা।
জেলেদের জালে ধরা পড়ত বিভিন্ন প্রজাতির মাছ। মানুষের জীবিকার ব্যবস্থা করত এই নদী।
পানির প্রবাহ কমে যাওয়ায় নদীর বুকে শুধুই ধুধু বালুচর।
কিন্তু কালের বিবর্তনে করতোয়ার এখন মরণ দশা।
বর্তমান পঞ্চগড় জেলার ওপর দিয়ে প্রবাহিত সব নদী পুনঃ খনন করার প্রয়োজন রয়েছে।
Leave a Reply