নবাবগঞ্জে প্রায় ১৭হাজার শিক্ষার্থী পাবে করোনা প্রতিরোধক ফাইজার টিকা
মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে উৎসব মুখর পরিবেশে মধ্যেদিয়ে স্কুল শিক্ষার্থীদের করোনা প্রতিরোধক ফাইজার টিকা প্রদান শুরু হয়েছে । এ কার্যক্রম চলবে আগমী ১৫ জানুয়ারি পযর্ন্ত। উপজেলা পঃপঃ স্বাস্থ্য (ভারপ্রাপ্ত) কর্মকর্তা বলছেন সাবার সহযোগিতা পেলে যথাসময়ে শেষ হবে এ কার্যক্রম , টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। উপজেলার প্রায় ১৭হাজার শিক্ষার্থীদের এ টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য পঃপঃ(ভারপ্রাপ্ত) কর্মকর্তা ড. মোঃ শাহাজাহান আলী বলেন, ১৭হাজার শিক্ষার্থীদের মধ্যে আজ পযর্ন্ত প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। প্রতিদিন ৫হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার তার্গেট থাকলের জনবল সংকটে ২হাজার থেকে আড়াই হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হচ্ছে , তিনি উপজেলা প্রশসানের নিকট সেচ্ছাসেবকের সহযোগিতা চেয়ে বলেন ,সবার সহযোগিতা পেলে যথাসময়ে শেষ হবে এ টিকা প্রদান কার্যক্রম।
Leave a Reply