মোঃ আতিকুল ইসলাম স্টাফ রিপোর্টার।
তাড়াশে জনতার হাতে ভূয়া সার্জন পুলিশ আটক
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানিরহাট বাজারের চৌরাস্তায় সার্জন পুলিশ সেজে চাঁদাবাজি করার সময় জনতার হাতে আটক হন ভূয়া সার্জন পুলিশ পরিচয় দানকারি রেজাউল করিম নামের এক ব্যক্তি।
ভূয়া সার্জন পুলিশ পরিচয় দানকারী রেজাউল করিম (৩৫) বগুড়া জেলার শেরপুর উপজেলার খন্দকার টোলা গ্রামের তোতা মিয়ার পুত্র।
ভূয়া সার্জন পুলিশ পরিচয়দানকারী রেজাউল করিমকে জনতার হাতে আটকের কথা স্বীকার করে তালম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক জানান, রবিবার সকালে রানিরহাট বাজারের চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে সার্জন পুলিশ সেজে মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের লাইসেন্স চেক করছিলো এবং যাদের গাড়ির লাইসেন্স নেই তাদেরকে জরিমানা করে টাকা আদায় করছিলো। এমতাবস্থায় শামীম নামের একজন মোটরসাইকেল চালককে থামিয়ে লাইসেন্স ও গাড়ির ইনসুরেন্স আছে কি না জিজ্ঞাসা করলে তার সন্দেহ হয় যে এতো সকালে সার্জন পুলিশতো আসার কথা নয়।তখন তিনি ঐ সার্জনের পরিচয় জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের হৈচৈর আওয়াজে আশে পাশের লোকজন এসে উপস্থিত হয়ে তাকে ধরে তালম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের কীটনাশকের দোকানে নিয়ে যান। তখন তাকে পরিচয় জিজ্ঞাসা করলে সে হতভম্ব হয়ে যায় তখনি উপস্থিত জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে বেঁধে ফেলে।
পরে স্থানীয়রা তাড়াশ থানায় ফোন করে ভূয়া সার্জনকে থানা পুলিশের হেফাজতে সোপর্দ করেন।
তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক জানান, রেজাউল করিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চলমান আইনে মামলা দায়ের করত দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply