মনির হোসেন (স্টাফ রিপোর্টোর):
চাটখিলে বহুল আলোচিত সংগঠনের জমকালো আয়োজনে স্বেচ্চায় রক্তদানকারী সংগঠন খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তি পালিত।
শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ৭টায় চাটখিল উপজেলার খিলপাড়া একটি হোটেলে বর্ষপূর্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
সংগঠনটির সভাপতি মামুনুল ইসলাম মামুন এর সভাপতিত্বে এবং ক্লাবের কোষাধ্যক্ষ জসিম উদ্দিন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব, সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন মাসুদ। চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন। অনুষ্ঠান প্রডিউসার জি টিভির তুষার জামাল। খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোঃ ছায়েদুর রহমান (কালু স্যার) রামগঞ্জ ব্লাড ডোনেট ক্লাব সভাপতি মোঃ ফারুক হোসেন, মোঃ হারুনর রশীদ ভেন্ডার।
সামাজিক কাজে বিশেষ অবদান রাখার জন্য – সম্মাননা স্মারক প্রদান করা হয়
স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা সংঘ (সিংবাহুড়া), নোয়াখালী ব্লাড হান্টার, রামগঞ্জ ব্লাড ডোনেট ক্লাব, নবদূত ব্লাড ডোনেট ক্লাব, সপ্তগাঁও ব্লাড ডোনার এসেশিয়েশন, ছুয়ানী মার্কেট ব্লাড ডোনেট ক্লাব, পাঁচগাঁও ব্লাড ডোনেট ক্লাব,
অল অফ ওয়ান বিডি চাটখিল, রক্তে একাত্তর, রক্ত তরঙ্গ, N Social ব্লাড ডোনেট ক্লাব,
ইসলামী কালচারাল সেন্টার নোয়াখলা, শ্রীনগর রক্ত বন্ধু ব্লাড ডোনেট ক্লাব ও মানবতার কল্যানে আমরা সংগঠনগুলোকে।
খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব রক্ত দান ও রক্ত দানে সামাজিকভাবে উৎসাহ গড়ে তোলাসহ নানা সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়ে আসছে চাটখিল উপজেলায়।
Leave a Reply