মোঃ সোহাগ আরেফিন ( নাটোর প্রতিনিধি) ।
গুরুদাসপুরে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, পৌর আ’লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন রাজশাহা বিশ্ব বিদ্যালয়ের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা প্রমূখ।
এরপর দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক সংগঠন, দলীয় কার্যালয়,সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জাতীয় কর্মসূচি পালন করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে। উপজেলার বিএসএস সরকারী কলেজ,রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজ,বেগম রোকেয়া স্কুল এন্ড কলেজ,সরকারী বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজ,সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রাতষ্ঠানে দিন ব্যাপি এই কর্মসূচি পালন করা হচ্ছে।
Leave a Reply