মাধবপু প্রতিনিধি:হবিগন্জের মাধবপুরে তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ী ইন্সপেক্টর গোলাম মোস্তফা নেতৃত্বে ও এ,এস,আই,জিয়াউর রহমান সহএকদল পুলিশ গোপন সংবাদের ভিওিতে দক্ষিণ শাহপুর নোয়াগাঁও যাএী ছাউনীর সামনে থেকে দুপুরে নরসিংদী জেলা বেলাবোর চরবেলাবো (টানপাড়া) গ্রামের মোর্শেদ মিয়ার হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী জাকির হোসেন( ৪০)কে ১০ বোতল ফেনসিডিল ও ৭শ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।
আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমিরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরো জোড়দাড় করা হবে।
মাদক পরিবহন,সেবন,মাদকে বিনিয়োগ, আশ্রয় প্রশ্রয় সহ নূন্যতম সংশ্লিষ্টতার অভিযোগে সবার বিরুদ্ধে মাদক আইনের আওতায় আইন প্রয়োগ করা হবে।
Leave a Reply