আজ ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা জেলার সভাপতি শ্রী সুমন সিঙের নেতৃত্বে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের দাবি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেকার যুবক ভাই ও বোনদের চাকরি দিতে পারছেন না। এবং সাধারণ গরীব লোকদের মুখে রুটি ও রুজি দিতে পারছেন না। সেই সঙ্গে সারা ভারতের বিভিন্ন যায়গায় করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে সাধারণ মানুষ মৃত্যু মুখে পড়তে হচ্ছে। ঠিক তখনই পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলা ব্যাপী খেলায় মত্ত হয়ে পড়েছে। ভারতের জাতীয় কংগ্রেসের দাবি এই খেলা খেলা নাটক বন্ধ করে সাধারণ মানুষের রুজি ও রুটি এবং বেকার যুবক ও যুবতীদের চাকরির ব্যবস্থা করে তাদের কাজ দিতে বলেন। আজ এই বিক্ষোভ প্রদর্শনে প্রচুর মানুষ ও ভারতের জাতীয় কংগ্রেসের বহু সদস্য হাজির ছিলেন। এই বিক্ষোভ প্রদর্শন এ কলকাতা জেলার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছাড়া বহু নেতা এবং নেতৃত্ব হাজির ছিলেন।।
Leave a Reply