খুলনা প্রতিনিধি।
খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন পিঁপড়ামারী গ্রামে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ জুলাই) এসব ঘটনায় মামলা হয়েছে।কেএমপি সূত্রে প্রকাশ, শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পাঁ চজুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল- হরিণটানা পিঁপড়ামারী এলাকার মৃত মকছেদ আলীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৫), দাকোপের বটবুনিয়ার মৃত হরিপদ রায়ের পুত্র সঞ্জয় রায় (৪০), পাইকগাছার পশ্চিমদিঘা গ্রামের মৃত রমাকান্ত সানার পুত্র বিশ্বজিৎ সানা (৩৬), হরিণটানার পিপড়ামারীর মৃত খলিল শেখের ছেলে মোঃ বেল্লাল শেখ (৪০) এবং কয়রার কালিকাপুরের মোঃ গনি সরদারের ছেলে মোঃ কামাল সরদার (৩৫)। তাদেরকে হরিণটানা থানাধীন পিঁপড়ামারী গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের ঘরের মধ্যে থেকে গ্রেফতার করা হয়। এসময় জুয়াড়ীদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এক সেট তাস, একটি বসার চট (প্লাস্টিকের বস্তার তৈরী) এবং ৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply