অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
উপজেলার উত্তর মঠবাড়ী গ্রামের কয়রা নদীর চর থেকে বুধবার সকালে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, উদ্ধারকৃত ব্যাক্তির নাম আলী আহম্মদ গাজী উরফে বাচা আলী (৫৭)। সে মঠবাড়ী গ্রামের মৃত গহর আলী গাজীর পুত্র। এদিকে ভোরে জেলেরা চরে মাছ ধরতে গিয়ে জালে পেচানো অবস্থায় একটি লাশ দেখতে পায় বলে বিষয়টি জানাজানি হলে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ভিড় জমায় এবং নিহতের ভাইপো মসজিদের ইমাম আঃ রহিম তার চাচার লাশ সনাক্ত করেন। বুধবার সকালে খবর পেয়ে মঠবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ ইব্রাহিম হোসেন লাশটি উদ্ধার করেন।
খবর নিয়ে জানা গেছে, বাচা আলীর ২ পুত্র ও ২ কন্যা বিবাহিত এবং স্ত্রী ছোট ছেলেকে নিয়ে দীর্ঘদিন ভারতে বসবাস করেন। নিহত বাচা আলীর কন্যা ও ভাইপো রহিম জানান, সোমবার সকালে সুন্দরবন সংলগ্ন কয়রা নদীর চরে কেওড়া ফল ভাঙার জন্য হায়াত খালী বাজার থেকে একটি বস্তা হাতে যেতে দেখা যায়। এরপর বুধবার সকালে জালে পেছানো অবস্থায় তার লাশ নদীর চরে পাওয়া যায়। এছাড়া বাচা আলী দীর্ঘদিন অসুস্থ হয়ে ভবঘুরে দিনযাপন করতো এবং কখনও বাজারে ঘাটে আবার কখনও কারোর বাড়ীতে ভিক্ষা করে খেত। যে কারনে তার স্ত্রী তাকে ছেড়ে ভারতে চলে যায় এমনটা জানিয়েছেন তার নিকট আত্মীয়রা।
এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন জানান, লাশটি উদ্ধারের পরে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২৭/১০/২১ ইং।
Leave a Reply