কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
কাজিপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসন ও দলীয় নেতারা ১৫আগষ্ট জাতীয় শোক দিবস পালন করেছেন।
রবিবার (১৫আগষ্ট) সকাল ৮ টায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগ, জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
উপজেলা সদরে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ও ছাত্র লীগ।
সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের হল রুমে ইউএন ও জাহীদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিব পরিবারের সকল সদস্য সহ জাতীয় চার নেতা, প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আঃ কাদের।
সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের সমন্বয়ে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভারর্চুয়াল বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী জয় ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ সকল নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। এবং একটি শোকর্যালী অনুষ্ঠিত হয়।
সকল নেতৃবৃন্দের উপস্তিতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা, প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আঃ মুত্তালিব।
এছাড়া কাজিপুর হাসপাতালের আয়োজনে প্রতিবন্ধীদের করোনার টিকা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন বিকেল ৩ টায় শিক্ষাথীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান করেন।
Leave a Reply