একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪০ হাজার ১১৯টি ভোট কেন্দ্র চুড়ান্ত
!!জসিম মাহমুদঃ
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারাদেশে মোট ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত মঙ্গলবার কমিশনের উপ-সচিব মো. আব্দুল হালিম খান জানান, ভোটকেন্দ্র চূড়ান্ত করার পর কমিশন প্রজ্ঞাপন প্রকাশের কাজ শুরু করেছে।
নির্বাচনের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশের জন্য ইসির আইনি বাধ্যবাধকতা রয়েছে।দেশের ৩০০টি সংসদীয় আসনের প্রত্যেকটির জন্য ভোটকেন্দ্রের তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত করা হবেচ্ছে।
৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে সারাদেশের ৪০,১৯৯টি ভোটকেন্দ্রের মাধ্যমে প্রায় ১০৪.২ মিলিয়ন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
দশম সাধারণ নির্বাচনে দেশের প্রায় ৯১.৯ মিলিয়ন ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭,৭০৭টি।
Leave a Reply