বার্তাসেবা ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সর্বশেষ পোলিও শনাক্ত হওয়ার চার বছর পর গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকা মহাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে আফ্রিকান দেশগুলোর সরকার, দাতা, সম্মুখসারির স্বাস্থ্যকর্মী এবং কমিউনিটির নিরলস প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছে, এর ফলে মহাদেশটির ১৮ লাখ শিশু সারা জীবনের পঙ্গুত্বের ঝুঁকি থেকে রক্ষা পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস মানবহিতৈষী, মাইক্রোসফটের প্রতিষ্টাতা বিল গেটসসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে এই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
Leave a Reply